IBAS++ জরুরি বিজ্ঞপ্তি 2023 । যেভাবে আপনি বার্তা স্কিপ করে আইবাস স্ক্রীনে যাবেন

আইবাস++ তথ্য সংগ্রহ করছে–সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ বিজ্ঞপ্তি প্রতিবারই স্কিনে দেখাচ্ছে – IBAS++ জরুরি বিজ্ঞপ্তি 2023

তথ্য এন্ট্রিতে তাগিদ দিতেই কি নোটিশ দেয়া হচ্ছে? – সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে সকল সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সম্বলিত একটি ডাটাবেইজ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট কার্যালয়ের একজন কর্মকর্তা/কর্মচারী iBAS++ এর Stock Take of Bank Accounts সাব-মডিউলে ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি করবেন এবং উক্ত কার্যালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) তা অনুমোদন (Approve) করবেন।

একজন কর্মকর্তা যে কয়েকটি কার্যালয়ের ডিডিও হিসাবে দায়িত্বপ্রাপ্ত, তিনি সে সকল কার্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য সিস্টেমে সন্নিবেশনের দায়িত্ব পালন করবেন। যেমন : সহকারি কমিশনার (ভূমি) নিজ কার্যালয় ও তার অধীনে ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা শিক্ষা অফিসার নিজ কার্যালয় ও তার অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য সিস্টেমে লিপিবদ্ধ করবেন।

  • Stock take of Bank Accounts সাব-মডিউলের তথ্য এন্ট্রি করার জন্য এন্ট্রি ইউজারদের iBAS++(https://ibas.finance.gov.bd/ibas2) সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন গাইডলাইনের জন্য এ লিংকে ক্লিক করুন।
  • ইউজার ম্যানুয়ালের জন্য এ লিংকে ক্লিক করুন।
  • হেল্প-ডেস্ক সেবার জন্য এ লিংকে ক্লিক করুন।

আইবাস++ এ ব্যাংক তথ্য এন্ট্রি করা না থাকলে এন্ট্রি করুন / তথ্য বা হিসাব ডিটেইলস এন্ট্রি না করে কোনভাবেই স্কিপ করবেন না।

যদি আপনি তথ্য এন্ট্রি করে থাকেন অথবা তথ্য এন্ট্রির আওতায় না পড়ে থাকেন তবে আপনি ১ নং এর গ এবং ২ নং এর খ সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।

IBAS++ জরুরি বিজ্ঞপ্তি 2023 । যেভাবে আপনি বার্তা স্কিপ করে আইবাস স্ক্রীনে যাবেন

Caption: ibas++

আইবাস++ এ কি কি তথ্য এন্ট্রি করতে হবে? নিম্নলিখিতভাবে উক্ত সাব-মডিউলে তথ্য এন্ট্রি ও অ্যাপ্রুভ করতে হবে

ক্র.নংপ্রতিষ্ঠানঅধিক্ষেত্রদায়িত্ব
১।মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানসচিবালয়/প্রধান কার্যালয় • প্রকল্প (বাস্তবায়নাধীন ও বিলুপ্ত) • বাজেট বর্হিভূত তহবিলডিডিও – অ্যাপ্রুভাল ইউজার অন্য যেকোন কর্মকর্তা/ কর্মচারী – এন্ট্রি ইউজার
২।অধিদপ্তর/পরিদপ্তর/অধস্তন দপ্তর
৩।মাঠ পর্যায়ের কার্যালয়নিজ কার্যালয়

সকল সরকারি প্রতিষ্ঠানের কি তথ্য এন্ট্রি করতে হবে?

বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রতিষ্ঠানের ব্যাংক তথ্য এন্ট্রি করতে হবে। উল্লেখ্য যে, নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী সকল সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য বর্ণিত সাব-মডিউলে এন্ট্রি করতে হবে। এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। মন্ত্রণালয় বিভাগ অন্যান্য প্রতিষ্ঠান (MDAs) ও আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর এবং মাঠ পর্যায়ের সকল কার্যালয় ও কর্মসূচি, স্কিম, প্রকল্প, এবং বাজেট বহির্ভূত তহবিলের ব্যাংক হিসাব তথ্য লিপিবদ্ধকরণের সময়বদ্ধ পরিকল্পনা

ক্র.নংকাজের বিবরণসময়সীমাদায়িত্ব
১।মন্ত্রণালয়/বিভাগ/ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি ও অ্যাপুভ১৫ জানুয়ারি ২০২৩আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) এবং ডাটা এন্টি ইউজার (১৬তম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারী)
২।অধিদপ্তর/পরিদপ্তরের ও অধীন দপ্তরের প্রধান কার্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি ও অ্যাপ্রুভ (Approve)৩১ জানুয়ারি ২০২৩
৩।কর্মসূচি, স্কিম, প্রকল্প ও বাজেট বহির্ভূত তহবিলের (Extra Budgetary Fund)-এর তথ্য সংগ্রহ১৫ ফেব্রুয়ারি ২০২৩
৪।কর্মসূচি, স্কিম, প্রকল্প ও বাজেট বহির্ভূত তহবিলের (Extra Budgetary Fund)-এর তথ্য এন্ট্রি ও অ্যাপ্রুভ (Approve)২৮ ফেব্রুয়ারি ২০২৩
৫।মাঠ পর্যায়ের কার্যালয়ের তথ্য এন্ট্রি ও অ্যাপ্রুভ (Approve)৩১ মার্চ ২০২৩
৬।ডিডিও নেই এমন কার্যালয় যেমন-সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্য কার্যালয় প্রভৃতি হতে তথ্য সংগ্রহ১৬ এপ্রিল ২০২৩
৭।ডিডিও নেই এমন কার্যালয়ের তথ্য এন্টি ও অ্যাপ্রুভ (Approve)৩০ এপ্রিল ২০২৩

১ । iBAS++ সিস্টেমে পরবর্তী কার্যক্রম গ্রহণের পূর্বে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন

ক) প্রকল্পের ব্যাংক হিসাবের
খ) বাজেট বহির্ভূত তহবিলের ব্যাংক হিসাবের
 গ) সরকারি প্রতিষ্ঠান ও প্রকল্প এবং বাজেট বহির্ভূত তহবিলের ব্যাংক হিসাবের
ঘ) কোনটি নয়

কত তারিখের মধ্যে মাঠ পর্যায়ের কার্যালয়ের তথ্য এন্ট্রি নিশ্চিত করতে হবে ? ?

ক) ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.
 খ) ৩১ মার্চ ২০২৩ খ্রি.
গ) ১৫ জানুয়ারি ২০২৩ খ্রি.
ঘ)৩০ এপ্রিল ২০২৩ খ্রি.

১নং ও ২নং তথ্য সিলেক্ট করে  Submit বাটনে ক্লিক করলে পরবর্তী স্কিন বা আইবাস++ স্ক্রিণ দেখাবে যেখানে স্বাভাবিক কাজ করা যাবে। প্রতিবারই বার্তা দেখায় এবং আপনাকে প্রতিবারই Submit করতে হবে।

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *