ঈদের আগেই কর্মচারীদের বেতন –সরকারি বর্ষপঞ্জি-২০২২ অনুযায়ী ০৩ মে তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদ-উলফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীগণের এপ্রিল/২০২২ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের এপ্রিল/২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে প্রদান করা হবে।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী, সামরিক বাহিনীর ননকমিশন্ড অফিসার/কর্মচারীগণের এপ্রিল/২০২২ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের এপ্রিল/২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে প্রদানের নির্দেশনা রয়েছে।

আজ হতেই কর্মচারীদের এপ্রিল/২২ মাসের বেতন বিল দাখিল করা যাচ্ছে। যেহেতু ২৫ এপ্রিল/২০২২ কর্মচারীদের বেতন দেওয়া হবে সেলক্ষ্যে ৪ দিন আগেই অপশন খুলে দেওয়া হয়েছে। আজই বেতন বিল দাখিল করে দ্রুত হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে অনুমোদন করিয়ে নিন। ২৫ তারিখে ইএফটি করে দেওয়া হলে সময়মত বেতন হয়ে যাবে।

মাস শেষ হওয়ার পূর্বেই বেতন পাবেন কর্মচারীরা / গেজেটেড কর্মকর্তাদের বেতন ঈদের আগে হচ্ছে না।

কর্মচারীদের বেতনই শুধুমাত্র ঈদের আগে হবে, কর্মকর্তাদের বেতন ঈদের পর বা মাস শেষ হলেও প্রদান করা হবে।

ibas++ pay bill Submission Process

কর্মচারীদের বেতন কেন ঈদের আগে দেওয়া হচ্ছে?

বাংলাদেশ ট্রেজারি রুলস এস.আর ১১৩। (২) বিশেষ ক্ষেত্রে সরকার এই বিধিতে নির্ধারিত যে কোন শর্ত শিথিল করিতে পারেন। ব্যাখ্যা: সরকার এই বিধির যে কোন শর্ত শিথিল করিতে পারেন। সরকারি ছুটি ছয় দিনের কম থাকার ক্ষেত্রেও সরকার বেতন ভাতাদি প্রদানের আদেশ দিতে পারেন।

ঈদের আগেই সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রদানের নির্দেশনা জারি।