Gpf balance । জিপিএফ স্লিপ

GPF Check । প্রতি মাসে জিপিএফ লেজার চেক করুন

সরকারি কর্মচারীদের জিপিএফ একটি বাধ্যতামূলক সঞ্চয় মাধ্যম- অনলাইনে প্রতি মাসের লেজার আপনি চেক করতে পারেন– GPF Check 2024

জিপিএফ কি? – জিপিএফ হচ্ছে ব্যাংকের ডিপিএস স্কিমের মত একটি স্কিম যেখানে সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫% বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়। সরকারি কোষাগারে বেতন হতে আইবাস++ এর মাধ্যমে কর্তন হয়ে জমা হয়। জিপিএফ এ জমা হওয়া অর্থের উপর সরকার ১৩% হারে চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করে থাকে। একজন কর্মচারীর বয়স ৫২ বছর পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত নিজের টাকা চাইলেই চূড়ান্তভাবে উঠানো যায় না। জিপিএফ অগ্রিম উঠানো যায় তবে মাসিক কিস্তিতে সেটি পুনরায় জমা করতে হয়। ১ কিস্তি বা ৫% সুদ সহ জিপিএফ এ পুনরায় জমা করতে হয়। কর্মচারীর বয়স ৫২ বছর পূর্ণ হলেই কেবল অফেরতযোগ্য জিপিএফ অগ্রিম গ্রহণ করা যায় এবং চাকরি শেষে চূড়ান্ত উত্তোলন করা যায়।

সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) হল বাংলাদেশ সরকারের কর্মচারীদের জন্য একটি সঞ্চয়ী তহবিল। এটি একটি বাধ্যতামূলক সঞ্চয়ী প্রকল্প যেখানে কর্মচারীদের তাদের মাসিক বেতনের ৫% অবদান রাখতে হয়। সরকার কর্মচারীর বেতনের সর্বোচ্চ ২৫% তহবিলে অবদান রাখা যায়। জিপিএফ কর্মচারীদের অবসর গ্রহণের পর আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে।

জিপিএফ টাকা কর্তন চাইলেই কি বন্ধ রাখা যায়? না। এটি একটি বাধ্যতামূলক সঞ্চয়ী প্রকল্প। কর্মচারীরা তাদের মাসিক বেতনের ৫% অবদান রাখে। সরকার কর্মচারীর বেতনের সর্বোচ্চ ২৫% অবদান রাখতে পারে।  জিপিএফ কর্মচারীদের অবসর গ্রহণের পর আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। অবসরে যাওয়ার পর সমস্ত টাকা তুলে নেয়া যায়।

আপনার জিপিএফ এ কত টাকা জমা হয়েছে? / যে কোন কর্মচারী নিজেই তার জিপিএফ ব্যালেন্স মোবাইল বা ল্যাপটপে চেক করতে পারেন

জিপিএফ থেকে অগ্রিম বা ঋণ নেওয়ার জন্য যে উদ্দেশ্য থাকতে হয়। অগ্রিম বা ঋণের উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে- গৃহ নির্মাণ, শিক্ষা, চিকিৎসা, বিবাহ ইত্যাদি ।জিপিএফ হল বাংলাদেশ সরকারের কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তা ব্যবস্থা। এটি কর্মচারীদের অবসর গ্রহণের পর আর্থিক স্থিতিশীলতা প্রদানে সহায়তা করে।

GPF Check 2024 । জিপিএফ ব্যালেন্স চেক করুন সহজেই

Caption: Click here to check gpf Now

জিপিএফ লেজারের মাধ্যমে প্রতিমাসেই ব্যালেন্স চেক করুন । GPF Slip by mobile https://www.cafopfm.gov.bd/

  1. Go to https://www.cafopfm.gov.bd/ or Search writing cafopfm in google
  2. You will have to go by your browser address bar using Google Chrome or Mozilla Firfox
  3. Just Click https://www.cafopfm.gov.bd/
  4. Then Click GPF Information Under Link Named Click Here
  5. After Click here, You will get A dialogue box for inputing NID/Smart ID
  6. Phone No (Which is used for EFT in Ibas++)
  7. Click Submit
  8. You will get an OTP or Passcode to your registered mobile
  9. Enter 4 Digit OTP Like 5768
  10. Enter OTP and Click Submit
  11. Check GPF slip or GPF Ledger by clicking GO 
  12. Just You got your GPF Slip or Ledger Statement.
  13. Done

জিপিএফ মুনাফা হার কত?

১৩% মুনাফা প্রাপ্য – তবে এখন জিপিএফ স্ল্যাব ভিত্তিক করা হয়েছে। ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা থাকলে ১৩% মুনাফা পাওয়া যায়। ১৫ লক্ষ টাকার অধিক থাকলে অতিরিক্ত জমার উপর ১২% এবং ৩০ লক্ষ টাকার অধিক জমার উপর ১১% সুদ কার্যকর থাকবে। সাধারণ ভবিষ্য তহবিলে ৩ টি ধাপে মুনাফা বিদ্যমান থাকে। অনলাইনে জিপিএফ চেক করা যায়। আপনি চাইলে নিজের মোবাইল হতেই আপনি জিপিএফ লেজার বা জিপিএফ স্লিপ চেক করতে পারেন। যদিও অটোমেটিক ভাবে বেতন হতেই জিপিএফ কর্তন জমা হয় তাই ভুল হওয়ার কোন সুযোগ নাই।

GPF Check 2024 । জিপিএফ ব্যালেন্স চেক করুন সহজেই
https://youtu.be/8YBD7duZZG0
https://bdservicerules.info/gpf-check-%e0%a5%a4-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *