GPF Calculation with Advance । জিপিএফ অগ্রিম গ্রহণকারীর মুনাফা বের করার নিয়ম ২০২২
সূচীপত্র
GPF Profit Calculation with GPF Advance –জিপিএফ অগ্রিম গ্রহণকারীর মুনাফা বের করার নিয়ম– একাধিক অগ্রীম গ্রহণকারীদের জিপিএফ মুনাফা হিসাব পদ্ধতি ২০২২
জিপিএফ অগ্রিম – জিপিএফ এ চাঁদা প্রদান যদিও বাধ্যতামূলক কিন্তু এটি খুবই লাভজনক বিনিয়োগও বটে। এটি একটি আর্থিক নিরাপত্তা বটে। ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে এই জিপিএফ হতে অগ্রিম বা ঋণ গ্রহণ করা যায়। কর্মচারীর বয়স ৫২ পূর্ণ হওয়ার পূর্বে এই জিপিএফ হতে অফেরৎযোগ্য অগ্রিম বা লোন গ্রহণ করা যায় না। জিপিএফ হতে অগ্রিম নিলে তা ১২ হতে সর্বোচ্চ ৪৮ কিস্তিতে পরিশোধ করতে হয়।
আসুন আজ আমরা একজন ব্যক্তি জিপিএফ প্রারম্ভিক জের এবং ওখান থেকে বছরের মাঝামাঝিতে ঋণ বা অগ্রিম গ্রহণ করেন। প্রতিমাসে চাঁদার সাথে জিপিএফ অগ্রিমের কিস্তি পরিশোধ করেন। অনিয়মিত ভাবে চাঁদা ও কিস্তি জমার ক্ষেত্রে মুনাফার হিসাব কেমন হবে সেটি নিয়েই আজ আমরা আলোচনা করবো।
নিচের জিপিএফ সাব লেজারে দেখা যাচ্ছে যে, Opening বা প্রারম্ভিক জের ২,৬৯,৪৬৪.৪৮ টাকা এবং প্রতিমাসে মাত্র ১০০০ করে চাঁদা জমা হয়। অক্টোবর/২১ মাসে জিপিএফ অগ্রিম গ্রহণ করা হয়েছে ২,৪৯,৬০০ টাকা এবং তা প্রতিমাসে ৫২০০ টাকা অনুসারে পরিশোধ করা হচ্ছে এবং এছাড়াও তিনি পূর্বে আরো একটি জিপিএফ পরিচালনা করে আসছিলেন যা প্রতিমাসে ৮০০০ টাকা হিসেবে কিস্তি দেন। এখানে রিফান্ড আসছে বছরে ১,১৬,৪০০ টাকা এবং মুনাফা আসছে চাঁদা, জিপিএফ অগ্রিম বাবদ জমা, প্রারম্ভিক জের সব মিলিয়ে ১৯,৬৮২.৫৭ টাকা মাত্র। আমরা মূলত আজ মুনাফা হিসাব করে দেখবো সমাপনী জের ঠিক আছে কিনা।
জিপিএফ অগ্রিমের পূর্বে একটি হিসাব এবং পরে আরেকটি হিসাব / অসম জমার উপর মুনাফা হিসাব করতে হবে।
অগ্রিম বাদে প্রারম্ভিক জেরের উপর ১৩% স্থির মুনাফা ধার্য করতে হবে ২,৬৯,৪৫৪.৪৮-২৪৯,৬০০ = ১৯৮৫৪.৪৮*১৩% = ২,৫৮১.০৮ টাকা। ক্রমান্বয়ে জমা ও অগ্রিম উত্তোলনের জমার উপর মুনাফা ধার্য করবো প্রতিমাসের জমার উপর ১৩% হারে অর্থাৎ প্রতিমাসের চাঁদা+রিফান্ড+অগ্রিম উত্তোলনের পূর্ব = মোট টাকার উপর প্রতিমাসে ১৩% হারে মুনাফা হিসাব করা হবে।
আসুন এক্সেল সীট আমরা হিসাব করে দেখি ক্রমপুঞ্জিভূত জমার উপর কিভাবে মুনাফা ধার্য করতে হয় সেটি দেখাবো।
gpf calculation profit 2022
প্রতিমাসের চাঁদা অসমহারে কর্তন হয়েছে যেমন ধরুন এপ্রিল/২২ মাসে দুটি চাঁদা কিন্তু মে/২২ মাসে ০ কর্তন হয়েছে। অন্যদিকে অক্টোবর/২১ মাসে জিপিএফ অগ্রিম নেয়া হয়েছে বিধায় অক্টোবর/২১ মাস থেকে উক্ত টাকা ০ দেখানো হয়েছে। প্রতিমাসের পুঞ্জিভূত মুনাফা যোগ করে চাঁদা এবং অগ্রিমের কিস্তির উপর ১৩% হারে মুনাফা ধরা হয়েছে।
মুনাফা নাকি কমানো হয়েছে?
হ্যাঁ – কিন্তু আপনার জিপিএফ জমা যদি ১৫ লক্ষ টাকা অতিক্রম না করে থাকে তবে আপনার এই মুনাফার হার পরিবর্তন নিয়ে কোন চিন্তার কিছু নেই। মুনাফার হার পরিবর্তিত হওয়ার কারণে অনলাইন ক্যালকুলেটর গুলো ব্যবহার করে হিসাব মিলানো যাচ্ছে না অন্যদিকে ০.৮৪৫ সংখ্যাদি ১৩% সুদের জন্য প্রযোজ্য বিধায় এটিও ব্যবহার করা যাচ্ছে না। তাই ম্যানুয়ালি হিসাব করে বুঝানো চেষ্ট করা হয়েছে। এতেও যদি আপনি বুঝতে না পারেন তবে আপনি ভিডিও আপলোড হবে সেটি দেখে নিবেন।
এক্সেল শীট দেওয়া হলো আপনি শুধুমাত্র তথ্যগুলো পরিবর্তন করলে মুনাফা অটো ক্যালকুলেট হয়ে যাবে। যাদের অগ্রিম রয়েছে তারাই শুধুমাত্র এটি ব্যবহার করতে পারবেন। যদি আপনার জিপিএফ অগ্রিম থাকে তবে এখনি সংগ্রহ করুন: ডাউনলোড
Pingback: GPF Calculation 100% Accurate by Excel Sheet । সূত্রের মাধ্যমে জিপিএফ হিসাব মিলছে না? - Technical Alamin