GPF Account Opening । জিপিএফ নতুন একাউন্ট কোন মাসে খোলা উচিত
সূচীপত্র
জিপিএফ এ সাবস্ক্রিপশন ১২ মাসে একই রাখতে চাইলে আপনাকে এমনভাবে একাউন্ট খুলতে হবে যাতে ১২ মাস একই হারে হিট করে। আবার যদি একই হারে জিপিএফ এ কর্তন করতে চান সেক্ষেত্রেও আপনাকে সবসময় সিলিং ছোয়া যাবে না। যদি সিলিং ছুয়ে অর্থাৎ সব সময় মূল বেতনের ২৫% হারে কাটতে চান তবে ১ মাস জুন মাসের বেসিক অনুসারে এবং অবশিষ্ট ১১ মাস জুলাই মাসের বেসিক অনুসারে কাটতে হবে।
জিপিএফ নতুন একাউন্ট কোন মাসে খোলা উচিত এবং কেন?
পুরো অর্থবছর একই হারে টাকা জমা রাখতে চাইলে, জুন মাসের বেতন বিলে জিপিএফ এর টাকা কাটানো শুরু করতে হবে। কারণ, জুন মাসের বেতন বিলে কাটালে তা জুলাই মাসে কাউন্ট হবে অর্থাৎ তাহলে আপনি জুলাই-জুন অর্থবছর ১২ মাস একই হারে রাখতে পারলেন, যা আপনার হিসাব রাখতে সুবিধা হবে।
জুলাই তে যেহেতু ইনক্রিমেন্ট হবে তাই জুলাই থেকে কাটাতে চাচ্ছিলাম
মনে আসতেই পারে যে, তাহলে জুলাই মাস থেকেই নতুন হিসাবে অর্থ কর্তন শুরু করি। না এটি করতে যাবেন না। দেখুন জুন-মে জিপিএফ অর্থবছর কাউন্ট হয়। তবে আপনি যদি মনে করেন প্রতিবছর আপনার মূল বেতনের ২৫% জিপিএফ এ কাটাবেন, তাহলে আপনার জন্য জুলাই মাসের বেতন হতে জিপিএফ এ টাকা কাটানোই শ্রেয় হবে। কারণ প্রতিবছর একবার জিপিএফ এর চাঁদার হার পরিবর্তন করার সুযোগ পাওয়া যায় হয় জুন মাসে অথবা জুলাই মাসে।
আমি কি জুন মাসের বেতন বিল সাবমিট করার আগে জিপিএফ খুলব?
জি হ্যাঁ। তবে এক্ষেত্রে আপনি বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা নিতে পারবেন একবছর পর পর। অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে আপনার যে মূল বেতন হবে সে অনুযায়ী আপনি জিপিএফ কাটাতে পারবেন ২০২৩ এর জুন হতে। এভাবে প্রতিবছর তাই করতে হবে। তবে পরবর্তীতে যেকোনো বছর জুনে চাঁদার হার পরিবর্তন না করলে সেই বছর জুলাই মাসে আপনি জিপিএফ এর পরিমাণ মূল বেতনের ২৫% কাটাতে পারবেন।
আগামী বছর মানে ২০২৩ সালে আমি পরিমান বৃদ্ধি করতে চাইলে সেইটা কোন মাসে করা ভালো হবে?
মানে বৃদ্ধি করার সুযোগ তো ২-৩ মাস থাকে? পরিমান বৃদ্ধি করার ক্ষেত্রে জুন মাস নাকি জুলাই মাসে করা ভালো হবে এমন প্রশ্ন মনে আসলে উত্তর হচ্ছে অবশ্যই জুলাই। কারণ এক্ষেত্রে আপনি জুলাই মাসে যে বেতন বৃদ্ধি হবে সেটার ২৫% রাখতে বা কাটাতে পারবেন।
আমি যদি ১৫%-২০% কাটাই সেক্ষেত্রে কি জুন-জুলাই টোটাল ইন্টারেস্টে কোন প্রভাব ফেলবে?
এক্ষেত্রে আপনি জুন মাসের বেতন বিলে কাটাবেন। তাহলে প্রতি অর্থবছরের ১২ মাসে একই হারে টাকা জমা করা হবে, যা আপনার হিসাবের জন্য সহজ হবে। আপনি যে টাকা জুন মাসের বেতন বিলে কাটাবেন সে টাকার উপর জুলাই মাস হতে মুনাফা পাবেন, আর যে টাকা জুলাই মাসে কাটাবেন সে টাকার উপর আগস্ট মাস হতে মুনাফা পাবেন। কাজেই মাস একটা ম্যাটার। আপনি যদি ১৫-২০% টাকা কাটান তাহলে জুন মাসে কাটাবেন, আর যদি ২৫% কাটান তাহলে অবশ্যই জুলাই মাসে কাটাবেন। তাহলে আপনি সর্বোচ্চ মুনাফা পাবেন।
বি:দ্র: এখন অনলাইনে জিপিএফ হিসাব খোলা এবং স্লিপে হিসাব কম্পিউটারাইজড হওয়ার কারণে যে কোন সময় একাউন্ট খোলা যাবে।