Mixed Content । বিবিধ

সরকারি কর্মচারীদের পাসপোর্ট করার নিয়ম ২০২৪ । NOC দিয়ে দ্রুত সময়ে পাসপোর্ট পাবার অভিজ্ঞতা শেয়ার করছি

সরকারি কর্মচারীদের পাসপোর্ট ৫ বছরের জন্য পাসপোর্ট ইস্যু করা হয়- ১০ বছরের সাধারণ পাসপোর্ট প্রাপ্তির আবেদন করেও এনওসি দিয়ে পাসপোর্ট করানো যায়-সরকারি কর্মচারীদের পাসপোর্ট করার নিয়ম ২০২৪

এনওসি দিয়ে পাসপোর্ট মানে কি? – সরকারি কর্মচারীদের পাসপোর্ট করতে কর্তৃপক্ষের নিকট হতে অনুমতি নিতে হয়।অনাপত্তি পত্র দপ্তর প্রধান জারি করে থাকেন-নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা নিয়োগকারী কর্তৃপক্ষ NOC -No Objection Certificate বা অনাপত্তি পত্র ইস্যু করে থাকে। এনওসি হচ্ছে কর্তৃপক্ষের অনাপত্তি পত্র এবং এটি নেয়ার কারণে পুলিশ ভেরিফিকেশন লাগে না। 

সরকারি কর্মচারী কি এনওসি ছাড়াও পাসপোর্ট করতে পারে? হ্যাঁ। আপনি সরকারি চাকরি করেন কিন্তু সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে এবং ফি বেশি লাগবে এবং এক্সপ্রেস সার্ভিস সাধারণ পেমেন্টে পাবেন না। সরকারি চাকরি করেও অনেকে সাধারণভাবে পাসপোর্ট গ্রহণ করে জিও ছাড়াই বিদেশ ভ্রমণ করছে। আপনি কর্মরত বা অবসর প্রাপ্ত চাকরিজীবী যেই হউন না কেন সরকারি কাজে বিদেশ যাওয়া ব্যতীত আপনাকে সাধারণ সবুজ পাসপোর্টই সরবরাহ করা হবে। এক্ষেত্রে বিদেশ যেতে কোন সমস্যায় পড়তে হয় না।

জিও দিয়ে পাসপোর্ট করা নাকি সহজ? হ্যাঁ। ৫ বছর মেয়াদী পাসপোর্ট আপনি মাত্র ৪০২৫ টাকা পেমেন্ট করে আবেদন করতে পারবেন। কাগজপত্র জমা এবং ফিঙ্গারিং করার ক্ষেত্রে ঝামেলা পোহাতে হয় না। কোন লাইন ধরতে হয় না কারণ এদের ক্ষেত্রে আলাদা সারি বা কাউন্টার থাকে। মাত্র ৩-৫ দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারী সার্ভিসে আপনার পাসপোর্ট রেডি হয়ে যায়। আপনি সাধারণ ফি পরিশোধ করলেও এক্সপ্রেস সার্ভিসে সকল কাজ সম্পন্ন হবে।

পাসপোর্ট করাতো ঝামেলার ব্যাপার/ এনওসি বা জিও দিয়ে পাসপোর্ট করার খুব সহজ এবং দ্রুত ডেলিভারী পাওয়া যায়

অনলাইনে আবেদন করুন, ফি পরিশোধ করুন, ফিঙ্গারিং এবং ছবি তুলুন এবং পাসপোর্ট রেডি হলে ১ দিন গিয়ে নিয়ে আসুন।

সরকারি কর্মচারীদের পাসপোর্ট করার নিয়ম ২০২৪ । NOC দিয়ে দ্রুত সময়ে পাসপোর্ট পাবার অভিজ্ঞতা শেয়ার করছি

Caption: Apply Now

এনওসি দিয়ে পাসপোর্ট করার নিয়ম ২০২৪ । খুবই অল্প সময়ে পাসপোর্ট পাওয়া যায়

  1. অফিস থেকে NOC ফরম পূরণ করুন এবং ফরওয়ার্ডিং দিয়ে আপনার বর্তমান ঠিকানার পাসপোর্ট অফিসে এনওসি প্রেরণ করুন। মনে রাখবেন আপনার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
  2. “e passport” লিখে গুগল করুন অথবা e passport এখানে ক্লিক করুন। প্রথমেই মোবাইল নম্বর, ইমেইল ব্যবহার করে Profile Registration করুন এবং এনওসি ইস্যু নম্বর এবং তারিখ ব্যবহার করে আবেদন সম্পন্ন করুন।
  3. অনলাইনে বিকাশ বা এ চালানের মাধ্যমে ফি ৪০২৫ টাকা পরিশোধ করুন।
  4. অ্যাপ্লিকেশন সামারি, আবেদন, এনআইডি কপি, পেমেন্ট প্রুফ ও এনওসি সহ পাসপোর্ট অফিসে চলে যান। 
  5. এনওসি যাচাই করে কর্মকর্তা সিল স্বাক্ষর দিবে। পরবর্তী কাউন্টারে গিয়ে ডকুমেন্ট স্ক্যান করিয়ে নিবেন (মূল জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে যাবেন)।
  6. পরবর্তীতে ফিঙ্গার, ছবি ইত্যাদি কাজের জন্য ওয়েট করবেন। সিরিয়াল আসলে কার্যক্রম শেষে ডেলিভারী স্লিভ দিয়ে দিবে। ঐ দিনের কাজ শেষ।
  7. পরবর্তী ৩-৫ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারী নেয়ার মেসেজ পাবেন। ডেলিভারী স্লিভ নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্ট সংগ্রহ করুন। ব্যাস কাজ শেষ।

এনওসি দিয়ে পাসপোর্ট নিতে ঘুষ দিতে হয়?

না। কোন দালালের খপ্পরে পড়বেন না। আপনি নিজে নিজেই সব কাজ করবেন। কেউ যেচে হেল্প করতে আসলে নেয়ার দরকার নাই বরং বলবেন আমার এনওসি আছে। এনওসি’র জন্য আলাদা লাইন এবং জনসাধারণের জন্য আলাদা লাইন বা সারি থাকে। আপনি সরকারি চাকরি করেন বিধায় এটুকু ফ্যাসিলিটি পাবেন। তবে আপনি সরকারি চাকরি করেও যদি এনওসি ছাড়া পাসপোর্ট করেন তবে আপনার আম জনতার মতই কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে এনওসি দিয়ে পাসপোর্ট করার ক্ষেত্রে কেউ চাইলে ১০ বছরের অরডিনারী পাসপোর্টও নিতে পারবেন। সেক্ষেত্রে ৫৭০০ টাকা ফি দিতে হবে।

পাসপোর্ট অথরাইজেশন লেটার ২০২৪ । ই পাসপোর্ট উত্তোলনের সময় কি কি ডকুমেন্ট সঙ্গে নিতে হয়? ই-পাসপোর্ট ভুল সংশোধন । অনলাইন আবেদনে ভুল করলে সংশোধন অথবা বাতিল করার নিয়ম দেখুন E-Passport Approval Pending । ই পাসপোর্ট আটকে যাওয়ার ১০ টি কারন জানুন
     
     

https://reportbd.net/nid-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *