Ibas++ Festival Allowance for Pensioners । পেনশনারদের বোনাস এখনও না আসার কারণ জেনে নিন
সূচীপত্র
প্রতিমাসে ব্যাংক হিসেবে পেনশন এবং সময়মত বোনাস পেনশনারের ব্যাংক হিসেবে পৌছে যায়-কোন কারণে পৌছে না গেলে বুঝতে হবে পেনশনারকে ব্লক করা হয়েছে – Festival Allowance for Pensioners
পেনশনার মারা গেলে কি করতে হবে? –পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ অনুযায়ী, পেনশনার/পারিবারিক পেনশনআর মৃত্যুবরণ করলে/নিয়মিত পেনশন উত্তোলন না করলে, সংশ্লিষ্ট ব্যাংক বিষয়টি সিএএফও/পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকাকে অবহিত করবে বলে নির্দেশনা রয়েছে। সরকারি অর্থের অপব্যয় রোধে নির্দেশনাটি সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে। পেনশনভোগী বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে, নিয়মিত পেনশন উত্তোলন করবেন এবং কোন পেনশনার মৃত্যুবরণ করলে, পেনশনারের নিকটাত্মীয় যেন তথ্যটি এই কার্যালয়ের ওয়েবসাইট ( www.cafo.gov.bd এর “পেনশনারের মৃত্যু তথ্য প্রদান” মডিউল এর মাধ্যমে) বা অন্যকোন মাধ্যমে দ্রুত হিসাবরক্ষণ অফিসে জানান সেই মর্মে অনুরোধ করা হল। এতে করে পেনশনারের মৃত্যু পরবর্তী তার পরিবারের পারিবারিক পেনশন প্রাপ্তিতে অনাকাঙ্ক্ষিত জটিলতা পরিহার করা সম্ভব হবে।
আপনি জানেন কি? প্রতি ১০ (দশ) মাস পর, ১১ (এগারো) তম মাসে “লাইফ ভেরিফিকেশন” করতে হয়। লাইফ ভেরিফিকেশনের জন্য আপনার দেয়া ফোন নম্বরে প্রেরিত SMS লক্ষ্য করুন। তাই আপনার পেনশন নির্বিঘ্নে পেতে NID/Smart ID (ফটোকপি গ্রহণযোগ্য) নিয়ে, দ্রুত নিকটস্থ হিসাবরক্ষণ অফিসে লাইফ ভেরিফিকেশন করে নিন। লাইফ ভেরিফিকেশন না থাকলে, স্বয়ংক্রিয়ভাবে পেনশন বন্ধ হয়ে যায়। Pension Check Online 2023 । আপনার পেনশন বন্ধ হয়েছে কিনা যেভাবে দেখবেন
MICR চেক বই কি? হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এর নির্দেশনা অনুযায়ী পেনশনারের নিজ ব্যাংক হিসাবের জন্য MICR চেক বইয়ের COVER PAGE এর ফটোকপি দরকার হবে। MICR চেক বইয়ের COVER PAGE এ সংশ্লিষ্ট পেনশনারের ব্যাংক অ্যাকাউন্টের নম্বরের পাশাপাশি ব্যাংকের ROUTING NUMBER থাকে। এসব তথ্য পেনশনারের ব্যাংকে ঠিকভাবে EFT সুনিশ্চিত করে। সূত্রঃ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, স্মারক নং-০৭.০৩.০০০০.০০০৩.৮১.৭৫৭.১৯-৭৬২ (তারিখঃ ০৩/০৮/২০২০)
Pension Status Active দেখায় কিনা সেটি প্রথমে চেক করুন / EFT Transmit হলে টাকা আপনার ব্যাংক হিসাবে ঢুকবে
মুজিব শতবর্ষে পেনশন ইএফটির মাধ্যমে সকল বেসামরিক পেনশনারদের পেনশন সরাসরি পেনশনারদের ব্যাংক হিসাবে প্রদানের জন্য হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় অঙ্গীকারবদ্ধ। সরকারের ডিজিটালাইজেশন কর্মকান্ডের ব্যাপ্তি বৃদ্ধি, পেনশন কেন্দ্রীয়করণ কার্যক্রম বাস্তবায়ন এবং পেনশন ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনয়নের অংশ
Caption: Check Pension Status
Find Your Pension Status । পেনশন স্টেটমেন্ট অ্যাপ ও ওয়েবসাইটে চেক করার নিয়ম
- Do google by CAFOPFM and click first link of search result page
- Pension Payment Information>Click Here
- Input your EFT NID Number which is used for Fixation
- Input your EFT Mobile Number for Fixation used
- Select Financial Year
- Just Click Submit
- You will get mobile message
- Check your handset or mobile for OTP or Passcode
- Input OTP and Click OK
- You are done, you will see your pension statement
পেনশন ব্যাংকে নিতে কি কি ডকুমেন্ট লাগে?
ইতোমধ্যে ব্যাংক হতে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে অধিকাংশ পেনশনারদের ডি-হাফ প্রেরণ করা হয়েছে। ব্যাংক হতে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে ডি-হাফ প্রেরণের পর পেনশনারকে (১) পূরণকৃত ইএফটি ফরম (ফরমটি www.cga.gov.bd হতে ডাউনলোড করা যাবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় পাওয়া যাবে) (২) জাতীয় পরিচয়পত্রের কপি এবং (৩) নিজ ব্যাংক হিসাবের MICR চেক বই এর কভার পৃষ্ঠার ফটোকপি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে দাখিল করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও যে সকল পেনশনার চলতি মাসে ব্যাংক হতে উৎসব ভাতা/পেনশন গ্রহণ করবেন তাঁরা সংশ্লিষ্ট ব্যাংকেও বর্ণিত তিনটি ডকুমেন্ট জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট ব্যাংকসমূহকে ডি-হাফ এর সাথে উক্ত ডকুমেন্টস সংযুক্ত করে হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়।
পেনশন বা বোনাস যদি না আসে তবে অনলাইনে Pension Status Block রয়েছে কিনা চেক করে নিন।
Pension Check by online । সরকারি পেনশনের অবস্থা চেক করার নিয়ম