সর্বশেষ প্রকাশিত

New Budget Check 2025 । বাজেট বরাদ্দ কি আইবাস++ এ দেখার কোনো সুযোগ আছে?

জি, আপনি চাইলেই এখন আইবাস++ এ আপনার বাজেট বরাদ্দ চেক করে নিতে পারেন। অনলাইনে মোট ব্যয় এবং অব্যয়িত অর্থে পরিমাণ আইবাস++ হতে যে কোন সময় বের করা যায়। তাই কোন খাতে যদি নতুন বরাদ্দ আনেন অথবা বরাদ্দ সংশোধন করে কমিয়ে দেয়া হয় তবে তা আপনি অনলাইনে চেক করে দেখতে পারেন-New Budget Check 2025

এজন্য  ডিডিও আইডি থেকে লগইন করে Accounting Module এ গিয়ে চিত্র অনুযায়ী রিপোর্ট ডাউনলোড করতে এই একই জায়গায় বকেয়া সহ এই অর্থ বছরের বরাদ্দ ও ব্যয় দেখা যাবে। আপনার চাহিদা অনুযায়ী বরাদ্দ দিয়েছে কিনা নিশ্চিত হন।
অনলাইনে বাজেট চেক
ক্যাপশন: উপরোক্ত স্ক্রিণশর্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে বরাদ্দ কৃত বাজেটের তথ্য দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *