নতুন বাজেট চেক ২০২৩ – আসুন এখনই বাজেট চেক করে দেখি। বাজেট ছাড়া জুন মাসের বেতন বিল দাখিল করা গেছে। আপনার জুন মাসের বেতন বিল নতুন বাজেট অর্থাৎ চলতি অর্থ বছরের বাজেট হতে বিয়োগ হবে। আপনি নতুন বাজেট চেক করলেই দেখবেন যে, বাজেট হতে ইতোমধ্যে অর্থ ব্যয় দেখাচ্ছে। তবে নতুন বাজেট ইতোমধ্যে আইবাস++ এ যুক্ত হয়েছে।

গেজেটেড কর্মকর্তা বা কর্মচারীগণের বেতন বিল অনলাইনে সেইভ বা দাখিল করা যাচ্ছে না। বাজেট বরাদ্দ না থাকলে জুলাই মাসের বেতন বিল দাখিল করা যাবে না। পূর্বের মাসের বেতন বাজেট নেগেটিভ দেখিয়ে আইবাস++ বিল দিয়ে কিন্তু এ মাসে যেহেতু বাজেট বরাদ্দ দেয়া হয়েছে তাই বাজেট বরাদ্দ বিতরণ না হওয়া পর্যন্ত বিল সাবমিট করা যাবে না। ibas++ Budget Check 2024 । নতুন বাজেট পেয়েছেন কিনা তা চেক করার নিয়ম

জুন মাসের বরাদ্দ নেগেটিভ দেখিয়ে পরিশোধ করা হলেও জুলাই মাসের বেতন বিল দাখিলের ক্ষেত্রে অবশ্যই বাজেট বরাদ্দ পেতে হবে। ইতোমধ্যে বাজেট বিভিন্ন দপ্তর অধিদপ্তর গুলোতে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সদর দপ্তরগুলো শাখা বা কেন্দ্র গুলো বাজেট ডিস্ট্রিবিউশন করছে। যারা এখনও নতুন বাজেট পাননি, আগামী ২৫ তারিখের মধ্যে সকল দপ্তর বাজেট পেয়ে যাবে বলে আশা করা যায়।

অনলাইনে বাজেট বিতরণ চেক করা যায় / কোন খাতে কত টাকা বাজেট পেয়েছেন তা আপনি অফিসে বসে চিঠি পাওয়ার পূর্বেই চেক করে নিতে পারেন।

নতুন বাজেট দেখুন এখানে

নতুন বাজেট দেখুন এখানে

ibas++ Accounting modules for Accounts office and Budgetary process

Check your budget from ibas++ । Budget 2025-26

  1. Login to ibas++ by DDO user ID and Password
  2. Click Accounting
  3. Click Report
  4. Click Progress Report (Budget vs Actual Accounting)
  5. Click Gerneral Activity
  6. Select Fiscal year and other steps
  7. Select Field office
  8. Click Run Report
  9. done

বাজেটে চিঠি পাওয়ার পূর্বেই কি বিল দাখিল করা যাবে?

হ্যাঁ – অনুমোদিত বাজেট পাওয়ার পরই দপ্তর বিল দাখিল করতে পারবে। দপ্তরের বিল বা বেতন ভাতাদি দাখিলের ক্ষেত্রে অবশ্যই বরাদ্দ থাকতে হবে। শুধুমাত্র জুন মাসের বেতন বাজেট বরাদ্দ না থাকলেও বাজেট মাইনাস দেখিয়ে বিল দাখিল করা যাবে।

Budget Execution মেন্যু থেকে বাজেট চেক করা যায় না?

হ্যাঁ যায়। এখন আপনি Budget Execution>Report > Progress Report (Budget vs Actual Accounting)> Gerneral Activity> Fiscal year and other steps> Field office> Run Report এ ক্লিক করলেই বাজেট দেখাবে। আপনি এখন যে কোন লেজার এবং হিসাব মিলাতে আইবাস++ ব্যবহার করতে পারবেন।

ibas++ Budget Check 2022 । নতুন বাজেট পেয়েছেন কিনা তা চেক করার নিয়ম