Agriculture Farmer Subsidy (Entry) । কৃষক ভর্তুকি (এন্ট্রি)

Agriculture Farmer Subsidy (Entry) ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ফিনান্সিয়াল সার্ভিসেস ডেলিভারি থ্রু ইমপ্লিমেন্টেশন। অফ বিএসিএস এন্ড আইবাস++ স্কিম। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।

আইবাস++ প্রবেশে নিয়ম (ইন্টারনেট ব্রাউজার নির্বাচন)

যেহেতু ibas++ একটি ওয়েব ভিত্তিক অ্যাপলিকেশন সিস্টেম যেহেতু প্রচলিত যে কোন ওয়েব ব্রাউজারের (যেমন-Google Chrome অথবা Mozilla Firfox ইত্যাদি) মাধ্যমে এ সিস্টেমে প্রবেশ করা যাবে। এক্ষেত্রে Mozilla Firefox Browser ব্যবহার করাই ভালো।

আইবাস++ এ লগ ইন

আইবাস++ ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে আবশ্যিকভাবে পূরণ করে অর্থ বিভাগের জনাব মুহাম্মদ ফারুক উজ জামান, উপসচিব (faruq22@gmail.com) নিকট প্রেরণ করতে হবে। আইবাস++ ব্যবহারকারীর নামে ইউজার একাউন্ট তৈরি করে মোবাইল ফোনে এসএমএস- এর মাধ্যমে ইউজার আইডি ও এককালীন পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হয়। উক্ত ইউজার আইডি ও এককালীন পাসওয়ার্ড দিয়ে আইবাস++ এ লগইন করতে হবে।

Loin ID

পূর্ববর্তী পৃষ্ঠার চিত্র-২ অনুযায়ী লগইন আইডি (Login ID) ঘরে ইউজার আইডি (যা মোবাইলে এসএমএস এর মাধ্যমে পূর্বেই জানানো হয়েছে) টাইপ করুন।

Password

এই ঘরে পাসওয়ার্ডটি টাইপ করুন। পাসওয়ার্ড টাইপ করলে*** স্টার চিহ্ন দেখতে পাওয়া যাবে। উল্লেখ্য, ১ম বার আইবাস++ এ প্রবেশের পর অর্থ বিভাগে কর্তৃক প্রদত্ত পাসওয়ার্ডটি আবশ্যিকভাবে পরিবর্তন করতে হবে।

Captcha

এই ঘরে অবস্থিত অঙ্ক/নম্বরগুলো (যা Captcha নম্বর হিসেবে অভিহিত ) ওপরের “Please type the text displayed below” লেখা ঘরে টাইপ করতে হবে। যদি Captcha নম্বরগুলো দুর্বোধ্য বা অস্পষ্ট হয় তাহলে Try Another এ ক্লিক করে আরেকটি নতুন Captcha নম্বর নেওয়ার সুযোগ রয়েছে। কোন হ্যাকার যাতে স্বয়ংক্রিয়ভাবে আইবাস++” এ ঢুকতে না পারে তার নিরাপত্তা ব্যবস্থা হিসেবে Captcha ব্যবহার করা হয়েছে।

সতর্কবানী

পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে যথার্থ সতর্কতা অবলম্বন করতে হবে। কারো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কেউ ডাটা সংযোজন বা মুছে ফেললে তার দায়দায়িত্ব উক্ত ইউজার আইডির ব্যক্তিকেই নিতে হবে, কারণ আইবাস++ এ স্বয়ংক্রিয়ভাবে সকল কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ করা হয়।

Login

স্কিনের (চিত্র-২) সমস্ত তথ্য এন্ট্রি করার পর পরবর্তী ধাপে যাওয়ার জন্য (Login) বাটনে ক্লিক করুন।

জেনে রাখা ভাল

Login ID, Password, Captcha তথ্য /নম্বরগুলো সঠিক না হলে “User Authentication Failed” সম্বলিত নিম্নরুপ একটি Information বক্স আসবে (চিত্র-৩)।

উপযুক্ত চিত্র অনুযায়ী Information বক্সটি আসলে (Ok) বাটতে ক্লিক করে পুনরায় তথ্যগুলো ঠিকভাবে “Login to ibas” স্ক্রিনে (চিত্র-২) এন্ট্রি করতে হবে।

Forgot Password

কোন কারণে Password ভুলে গেলে Forgot Password এ ক্লিক করলে Forgot Password নামক একটি বক্স আসবে (চিত্র: ৪-ক)। উক্ত বক্সের Login ID ঘরে ব্যবহারকারীর User ID এবং Captcha বক্সে নিচের ঘরে প্রদর্শিত নম্বরটি টাইপ করে Send Verification Code-এ ক্লিক করলে সাথে সাথে মোবাইলে একটি ম্যাসেজের মাধ্যমে ভেরিফিকেশন পাঠানো হবে। উক্ত ভেরিফিকেশন কোডটি (চিত্র: ৪-খ) টাইপ করে ব্যবহারকারী নতুন একটি Password এন্ট্রি ও Confirm করলে পুনরায় একটি Password পাওয়া যাবে।

Manual for farmer subsidy V2 : ডাউনলোড

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

ibas2 has 310 posts and counting. See all posts by ibas2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *