সঞ্চয়পত্র কেনার প্রয়োজনীয় কাগজপত্র ২০২৪ । বাংলাদেশের সঞ্চয়পত্র কারা কিনতে পারে?
ডাকঘর হতে সঞ্চয়পত্র ক্রয় এবং সঞ্চয়পত্রের মাসিক মুনাফা উত্তোলন করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমরা খুব সহজেই সোনালি ব্যাংক হতে সঞ্চয়পত্র কিনতে পারি। এক্ষেত্রে Online অটোমেশন সিস্টেমে সঞ্চয়পত্র ক্রয়ে ক্রেতা এবং নমিনির যে সকল কাগজপত্র লাগবে।
নতুন নিয়মে সঞ্চয়পত্র ক্রয়ে প্রয়োজনীয় কাগজপত্র:
ক্রেতার ক্ষেত্রে:
- সঞ্চয়পত্র ফরম
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- ই টিন সার্টিফিকেটের ফটোকপি (এক লাখ টাকার উপরে হলে)
- ছবি দুই কপি (০২) কপি,
- MICR চেক এর মাধ্যমে বিনিয়োগের টাকা প্রদান;
নমিনির ক্ষেত্রে:
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- দুই কপি ছবি (ক্রেতা কর্তৃক সত্যায়িত)
প্রশ্নোত্তর পর্ব:
- এখন প্রশ্ন আসতে পারে MICR চেক বুক কি?
- উত্তর:সহজ ভাষায় বলতে গেলে এমআইসিআর চেক বলে প্রতিটি চেকের পাতায় হিসাব ধারীর নাম খোদাই বা এমবোস করে লেখা থাকতে হবে। অনলাইন চেক বইকেই MICR চেক বুক বলে।
- প্রশ্ন: নমিনির কি এক্ষেত্রে যেতে হবে ফরমে স্বাক্ষর করতে?
- উত্তর: হ্যাঁ যেতে পারে, তবে আপনি ফরম বাড়িতে এনেও তার স্বাক্ষর নিয়ে নিতে পারেন।
- প্রশ্ন: টাকা কি যার কাছে ফরম জমা দিব তাকেই দিতে হবে?
- উত্তর: না। আপনার একাউন্টে জমা থাকবে, তাকে ব্ল্যাংক চেকের কপি দিতে হবে।
- প্রশ্ন: যে দিন কাগজপত্র জমা দেব সেদিন থেকেই কি হিসাব ধরা হবে?
- উত্তর: না, আপনার মোবাইলে ম্যাসেজ আসবে যেদিন সেদিন থেকে। (মোবাইল মেসেজে অবশ্যই উল্লেখ থাকবে আপনার টাকা ডেবিট করা হয়েছে এবং সফল ভাবে আপনি সঞ্চয়পত্র কিনতে সক্ষম হয়েছেন।
সঞ্চয়পত্রের মুনাফা কি প্রতি মাসে সঞ্চয় অফিস বা ঐ ব্যাংকে গিয়ে তুলতে হবে? উত্তর: না, আপনার একাউন্টে মুনাফা ঢোকার সাথে সাথে প্রতি মাসে আপনি ম্যাসেজ পাবেন এবং বাংলাদেশের যে কোন সোনালী ব্যাংক শাখা হতে চেকের মাধ্যমে তুলতে পারবেন। চাইলে কার্ড ব্যবহার করেও তুলতে পারবেন।
https://bdservicerules.info/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%9f%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a6%be/