গেজেটেড কর্মকর্তাদের এপ্রিল/২২ মাসের বেতন ঈদের আগে হওয়ার সম্ভাবনা আছে কিনা।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী, সামরিক বাহিনীর ননকমিশন্ড অফিসার (অফিসার বলতে নন-গেজেটেড অফিসার)/কর্মচারীগণের এপ্রিল/২০২২ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের এপ্রিল/২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে প্রদানের নির্দেশনা রয়েছে। এখানে স্পষ্ট করেই বলা রয়েছে শুধুমাত্র নন-গেজেটেড ও নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের বেতন উৎসবের আগে পরিশোধ করা হবে।
নন গেজেটেড কর্মচারীদের বেতন হওয়ার নির্দেশনা
বাংলাদেশ ট্রেজারি রুলস এস.আর ১১৩। (২) বিশেষ ক্ষেত্রে সরকার এই বিধিতে নির্ধারিত যে কোন শর্ত শিথিল করিতে পারেন। ব্যাখ্যা: সরকার এই বিধির যে কোন শর্ত শিথিল করিতে পারেন। সরকারি ছুটি ছয় দিনের কম থাকার ক্ষেত্রেও সরকার বেতন ভাতাদি প্রদানের আদেশ দিতে পারেন। বাংলাদেশ ট্রেজারি রুলস এ গেজেটেড কর্মকর্তাদের বেতন ভাতা মাস শেষ হওয়ার পূর্বে পরিশোধের কোন বিধি উল্লেখ করা হয়নি।
ট্রেজারি রুলস অনুসারে অর্থ মন্ত্রণালয় ইচ্ছা করলেই গেজেটেড কর্মকর্তাদের বেতন ভাতাদি মাস শেষ হওয়ার পূর্বে পরিশোধের সুযোগ নেই। মোট কথা সেল্ফ ড্রয়িং অফিসারগণ তাদের বেতন ভাতাদি মাস শেষেই প্রাপ্ত হইবেন। ১-৩ তারিখ পর্যন্ত ছুটি বা তার বেশি সময় ছুটি থাকিলে ছুটি শেষেই গেজেটেড কর্মকর্তাদের বেতন ভাতা ইএফটি হবে। সুতরাং বেতন ভাতা আগে হওয়ার কোন সম্ভাবনা নাই।
Audit & Accounts Forum
অডিট এন্ড একাউন্টস ফোরামের একজন অ্যাডমিন এবং মহাহিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের একজন কর্মকর্তা Nasima Anwara একটি ফেসবুক গ্রুপের একটি পোস্টে কমেন্টের মাধ্যমে গেজেটেড কর্মকর্তাদের বেতন ভাতা এপ্রিল/২২ মাসে না হওয়ার বিষয়ে মন্তব্য করে পরিস্কার করেছেন।
বি:দ্র: নন গেজেটেডদের অগ্রিমের সুযোগ আছে, গেজেটেডদের নেই। মে মাসে ইএফটি করা হবে।