EFT File Transmitted – EFT ট্রান্সমিট করার পর হিসাবরক্ষণ অফিস এবং কর্মরত দপ্তরের আর কোন কাজ থাকে না। ইএফটি ট্রান্সমিট হলে বাংলাদেশ ব্যাংকে এ্যাডভাইজ পাঠানো হয়েছে বলে ধরে নেয়া হয়।

Pay Bill Submitted by Officer আপনার আইবাস++ ড্যাসবোর্ডে বিলের পার্শ্বে যদি এমন লেখা উঠে থাকে এবং টোকেন নম্বর যদি আপনি দেখতে না পান বুঝতে হবে বিলটি ডিডিও মডিউলে দাখিল হয়েছে। ডিডিও তখনও পর্যন্ত বিলটি ফরওয়ার্ড করেনি।

EFT Entered এমন লেখা থাকলে বুঝতে হবে একাউন্টস অফিস বিল পাশ করে বাংলাদেশ ব্যাংকে Advice প্রেরণ করেছে। বাংলাদেশ ব্যাংক এখন আপনার ব্যাংক হিসাবে ইএফটি ট্রান্সমিট করবে, আপনার ব্যাংক ব্রাঞ্চ ইএফটি রিসিভ করলেই বেতন ঢুকে যাবে আপনার একাউন্টে।

Advice Sent কথাটির মানে হচ্ছে বিল পাশ করে ব্যাংকে ম্যানুয়ালি ক্যাশ বা ট্রান্সফার এর প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

কিছু বিল রয়েছে যে গুলো ইএফটি’র মাধ্যমে পরিশোধ করা হয় না। যেমন-শ্রান্তি বিনোদন বিল, ভ্রমণ বিল, টেলিফোন ইন্টারনেট সংযোগ বিল ইত্যাদি বিল।

How to check EFT or Not

Caption: Officer or Staff can be tracked by this option 

How to retrieve Token Reports from ibas++

  1. First Login to DDO ID to ibas++
  2. Click Reports
  3. Token Reports
  4. Input NID before Fiscal Year selection
  5. Click Run Report
  6. done

প্রতিটি অর্থ বছরে কোন কর্মকর্তা বা কর্মচারী কত বেতন নিয়েছে তার তথ্য কি পাওয়া যাবে?

Token Reports – জি অনলাইন অর্থাৎ আইবাস++ এ আপনি চাইলে প্রতিটি কর্মচারী বা কর্মকর্তার বেতন ভাতাদির টোকেন রিপোর্ট বের করতে পারেন। শুধু তাই নয় আপনি বেতন বিবরণীও জেনারেট করতে পারেন।