শিক্ষা সহায়ক ভাতা 2024 । শিক্ষা সহায়ক ভাতা গেজেট সংগ্রহ করুন

সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে শিক্ষা ভাতা প্রাপ্তির জন্য সর্বনিম্ন বয়সসীমা ৫ (পাঁচ বছর নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করেছে। এ সংক্রান্ত আদেশ নিম্নরুপ আদেশ জারি করা হয়েছে। তাছাড়া এটি যদিও জেনারেল নয়, তবুও এটিকে বেইজ ধরতে পারি কারণ শিক্ষা গ্রহণেরও সর্বনিম্ন বয়স রয়েছে।

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

ব্যয় বাস্তবায়ন অধিশাখা-২

(www.mof.gov.bd)

নং ০৭.১৫২.০০০০.১৯.০০.০০০(অংশ-৩).২০০৫-২৬৭ তারিখ: ২০-০২-২০১৯ খ্রি:

বিষয়: বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে শিক্ষা ভাতা প্রাপ্তির জন্য সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ।

সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়ের পত্র নং-এভি-পিএন্ডও-১০/৭৪২, তারি: ০৩/০২/২০১৯

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে শিক্ষা ভাতা প্রাপ্তির জন্য সর্বনিম্ন বয়সসীমা ৫ (পাঁচ) বছর নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

(শেখ মোমেন মনি)

উপ-সচিব

ফোন: ৯৫৭৪০০৬

প্রতি,

সিনিয়র সচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়

সেগুন বাগিচা, ঢাকা।

শিক্ষা ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়সসীমার পিডিএফ কপি সংগ্রহ করুন: ডাউনলোড

শিক্ষা ভাতার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২০২৪

শিক্ষা ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়সসীমার পিডিএফ কপি সংগ্রহ করুন ডাউনলোড

আইবাস++ ৫ বছরের নিচে বয়স হলে শিক্ষা ভাতা যুক্ত করে না। উপরের আদেশটি আমরা বেইজ ধরতে পারি।

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: বয়স কি ৫ এর নিচে হলে স্কুলে ভর্তি করে শিক্ষা ভাতা নেয়া যাবে না?
  • উত্তর: না।
  • প্রশ্ন: বয়স ৫ বছর হওয়ার আগে শিশু শ্রেণীতে ভর্তি করে নেব তাহলে?
  • উত্তর: না। নেয়া যাবে না। অডিট আপত্তি হবে।
তবে হ্যাঁ অনেক দপ্তর-ই কর্মচারীগণ শুধুমাত্র প্লে গ্রুপ বা নার্সারিতে ভর্তির সনদ বা প্রত্যয়ন পত্র দেখিয়ে শিক্ষা ভাতা গ্রহণ করছেন। তবে বর্তমানে iBAS++ এ শিক্ষা ভাতা এন্ট্রির ক্ষেত্রে সন্তানের বয়সের ৫ বছরের নিচে হলে কোন ভাবে এন্ট্রি নিচ্ছে না। ২০১৬ সালের স্কুলের ভর্তির নীতিমালা অনুসারে ১ম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ৬ বছর হওয়া আবশ্যক সেক্ষেত্রে শিশু শ্রেণীতে ভর্তি ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৫ বছর হওয়াই বাঞ্চনীয়।

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *