প্রশিক্ষণ ভাতা ও দৈনিক ভাতা ২০২৩ । পরিপত্র মোতাবেক সম্মানী ভাতা ও প্রশিক্ষণার্থীর ভাতা কত টাকা?

সরকারি প্রশিক্ষণের ক্ষেত্রে কর্মচারী বা প্রশিক্ষনার্থীগণ ৫০০ টাকা ভাতা পেলেও সম্পদ ব্যক্তিগণ হাজার হাজার টাকা প্রশিক্ষণ সম্মানী পেয়ে থাকে- অভ্যন্তরীণ প্রশিক্ষণের ক্ষেত্রে ৬-৭টি ট্রেনিং এ প্রায় ৩০-৪০ হাজার টাকা শুধু সম্মানীই পেয়ে যান- প্রশিক্ষণ ভাতা ও দৈনিক ভাতা ২০২৩

মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্ত অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার জন্য বক্তা সম্মানী, প্রশিক্ষণ ভাতা এবং অন্যান্য ব্যয় হার নির্দেশক্রমে নিম্নরুপভাবে পুন:নির্ধারণ করা হয়েছে। 

১. প্রশিক্ষক সম্মানী

ক) ১,২০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে প্রতি ঘন্টার সেশনের জন্য(যুগ্নসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীদের জন্য)

খ. ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে প্রতি ঘন্টার সেশনের জন্য(উপ-সচিব ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য)

২. প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা

ক) ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে প্রতি দিনের জন্য(৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীদের জন্য)

খ) ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে প্রতি দিনের জন্য(১০ম গ্রেড ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য)

ইনহাউজ ট্রেনিং ভাতা ২০২২ । অভ্যন্তরীণ প্রশিক্ষণ ভাতা ৫০০ টাকা/ প্রশিক্ষকের সম্মানী ২৫০০ টাকা পর্যন্ত

প্রশিক্ষণ-বক্তার-সম্মানী-প্রশিক্ষণ-ভাতা-এবং-অন্যান্য-ব্যয়-হার-পুন-নির্ধারণবিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের বক্তা সম্মানী, প্রশিক্ষণ ভাতা এবং অন্যান্য ব্যয় হার পুনঃনির্ধারণ।

৩. কোর্স পরিচালকের সম্মানী (যদি থাকে)

১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে প্রতি দিনের জন্য।

৪. কোর্স সমন্বয়কের সম্মানী (যদি থাকে)

৮০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে প্রতি দিনের জন্য।

৫. সাপোর্ট স্টাফদের সম্মানী (প্রতি কোর্সে সর্বোচ্চ ৩ জন)

৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে জন প্রতি প্রতি দিনের জন্য।

৬. প্রশিক্ষনার্থীদের চা/নাস্তা

প্রতি বেলা ৪০ টাকা হারে ২ বেলা সর্বোচ্চ ৮০ টাকা জনপ্রতি দৈনিক।

৭. প্রশিক্ষণার্থীদের দুপুরের খাবার (দিনব্যাপী প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে)

সর্বোচ্চ ৫০০ টাকা জনপ্রতি দৈনিক।

পুন: নির্ধারণ আদেশ ২০১৯ মোতাবেক বেড়ে গেল প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীদের ভাতা, চা নাস্তা ও দুপুরের খাবার/ নাস্তার হার।

মূল আদেশের JPEG কপিটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের বক্তা সম্মানী, প্রশিক্ষণ ভাতা এবং অন্যান্য ব্যয় হার পুনঃনির্ধারণ Training hon pdf Download

প্রশ্নোত্তর পর্ব-

প্রশ্ন: প্রশিক্ষণ ভাতা প্রদানের ক্ষেত্রে উৎসে কর কত শতাংশ কাটতে হবে?উত্তর: ১০%

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *