ট্রান্সফার টিএ বিল । জনপ্রতি বদলিজনিত টিএ এবং এসএ প্রাপ্য হইবেন
সূচীপত্র
সরকারি কর্মচারীর ভ্রমণ দূরত্ব বেশি হলে আলাদা আলাদা রেট প্রযোজ্য হইবে – অনলাইনে তথ্য এন্ট্রি করলে অটো হিসাব হবে –ট্রান্সফার টিএ বিল
দূরত্বের জন্য আলাদা আলাদা রেট হবে? হ্যাঁ। ক্যটিগরি-২ এর ক্ষেত্রে ১৯৯ কি.মি. পর্যন্ত ভ্রমনের জন্য ১৫/- টাকা/কি.মি. হারে এবং ১৯৯ কি.মি. এর পরবর্তী প্রতি কি.মি. ভ্রমণের জন্য ১২/- টাকা/কি.মি. হারে প্রাপ্য হবেন এবং ক্যটিগরি ৩ ও ৪-এর ক্ষেত্রে ১৯৯ কি.মি. পর্যন্ত ভ্রমণের জন্য ৮/- টাকা/কি.মি. হারে এবং ১৯৯ কি.মি.-এর পরবর্তী প্রতি কি.মি. ভ্রমণের জন্য ৬/- টাকা/কি.মি. হারে প্রাপ্য হবেন।
কর্মচারীকেই কি ট্যুর ডাইরি অনলাইনে এন্ট্রি করতে হবে? হ্যাঁ। এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে আইবাস++ লগিন করতে হয়। ক্যাটাগরি, পার্সন আগমন ও প্রস্থান সিলেক্ট করতে হয়। সকল তথ্য এন্ট্রি দিয়ে Calculate চেপে সেইভ করুন। এখানে তারিখ বসানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অর্ডার অবশ্যই আপলোড করে Submit করতে হবে। সাবমিট করলে ট্যুর ডাইরিটি ডিডিও’র আইডিতে এসে জমা হবে। ডিডিও সেটি গ্রহণ করে ফরওয়ার্ড করবেন।. ভ্রমণ ভাতা বিধি ২০২২ । নতুন নিয়মে ভ্রমণ ও বদলিজনিত ভ্রমন ভাতা পুনঃনির্ধারণ হয়েছে
ম্যানুয়াল পদ্ধতিতে কি ভ্রমণ বিল দাখিল করা যাবে? না। এখন ভ্রমণ বিল অনলাইনেই দাখিল করতে হবে। বিমানে ভ্রমণের ক্ষেত্রে অর্থ বিভাগের ১৪/০৭/২০২২খ্রি. তারিখের ৭৮নং প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ শুরুর স্থান হতে গন্তব্যস্থলের দূরত্ব পর্যন্ত বিমানযোগে ভ্রমণের জন্য নির্ধারিত হার প্রযোজ্য হবে। যে কোন ভ্রমণের জন্য অগ্রিম গ্রহণ ও সমন্বয়ের ক্ষেত্রে Online System কার্যকর হবার পূর্ব পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে বিল দাখিল করা যাবে।
ট্রান্সফার টিএ বিল তৈরিতে দুটি অর্ডার ফলো করতে হবে / ২০২২ সালে ভ্রমণ বিধিমালা এবং স্পষ্টীকরণ ২০২৩
কর্মচারী বা কর্মকর্তা নিজে ট্রান্সফার ট্যুর ডিটেইল দাখিল করবেন।
Caption: Tour Details by online system
ibas++ এ ট্যুর বিল দাখিল করার নিয়ম । যেভাবে একজন এসডিও ট্যুর বিল দাখিল করবেন।
- https://ibas.finance.gov.bd/ibas2 লিংকে গিয়ে এসডিও ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন।
- Budet Execution>TADA Tour Diary>Tour Diary Entry (Self) ক্লিক করুন।
- GO Click করলে তথ্য এন্ট্রি ফর্ম আসবে। এক্ষেত্রে Substantive grade Approve করা থাকতে হবে।
- প্রথমে Tour Diary entry তে ট্যুর টাইপ নির্বাচন করুন, Only TA or Only DA or both নির্বাচন করুন। Depareture and Arrival information and Date Select করুন।
- বিমান যাত্রার ক্ষেত্রে বোর্ডিং পাস আপলোড করতে হবে।
- একইভাবে যাওয়া আসা এন্ট্রি করতে হবে। মনে রাখবেন Tour information এর সকল তথ্য এন্ট্রি শেষে Add বাটনে ক্লিক করতে হবে অন্যথায় Calculation Detail প্রদর্শিত হবে না।
- Calculate ক্লিক করলে তথ্য দেখাবে।
- ভ্রমণ অর্ডার নম্বর এবং তারিখ এন্ট্রি করে অর্ডার আপলোড করুন। ভিউ অপশনের মাধ্যমে তথ্য ভিউ এবং এডিট করতে পারবেন।
- Send বাটনে ক্লিক করলে মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে কন্ট্রোলিং বা অফিস প্রধান বা ডিডিও বরাবর প্রেরণ করতে হবে।
- Tour bill প্রেরণ সম্পন্ন করতে হবে। ট্যুর বিলে যদি আপত্তি থাকে তবে ডিডিও Send Back করতে পারবেন।
Substantive Grade এন্ট্রি করা না থাকলে?
GO তে ক্লিক করলেই একটি এরর ইনফর্মমেশন আসবে। এজন্য ok বাটনে ক্লিক করলে কিছু তথ্য অটোমেটিক আসবে। ড্রপডাউনলো মেন্যু থেকে Substantive গ্রেড সিলেক্ট করে Save বাটনে ক্লিক করুন। Ok করলে হিসাবরক্ষণ অফিসে চলে যাবে এবং Submitted দেখাবে, আপনি হিসাবরক্ষণ অফিস অনুমোমন করলে এসডিও ট্যুর ডাইরি এন্ট্রি করতে পারবেন।
Ibas++ Tour Bill Submission New Rules । টিএ/ডিএ বিল তৈরি নিয়ে স্পষ্টীকরণ দেখুন