জনপ্রশাসন পদক ২০২৩ । বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের সর্বোচ্চ পুরস্কার কি?

প্রত্যেক আবেদনকারী বিজ্ঞাপনে উল্লিখিত প্রক্রিয়া ও শর্তাবলি অনুসরণপূর্বক অনলাইনে/সরাসরি আবেদন করতে পারবেন – বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা ২০২৩

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য কারা আবেদন করতে পারবে?– বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সরকারি দপ্তর/সংস্থা, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনে কর্মরত কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। কর্মচারীগণ ব্যক্তিগত, দলগত বা প্রাতিষ্ঠানিকভাবে পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। কর্মরত কর্মচারী/প্রতিষ্ঠানের জন্য বিধি দ্বারা নির্ধারিত কার্যপরিধির উপর বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক বিবেচনা করা হবে।

রাষ্ট্রের সার্বিক কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে জনপ্রশাসনের কর্মচারীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জনপ্রশাসন বলতে জনগণকে সেবা দানে নিযুক্ত সকলকেই বোঝায়। জনপ্রশাসনের সকল কর্মবিভাগে নিযুক্ত কর্মচারীদের সৃজনশীলতা, উদ্ভাবনী প্রয়াস, সেবা সহজীকরণ ও গঠনমূলক কার্যক্রমকে উৎসাহিত করার মাধ্যমে কর্মস্পৃহা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও সেবাপরায়ণ মনোভাব তৈরি ও সরকারের উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিতকরণে জনপ্রশাসনকে গণমুখী ও গতিশীল করার লক্ষ্যে ব্যক্তি, দল ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনন্য কর্মের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করা হচ্ছে। জনপ্রশাসনের ব্যাপ্তি ও কর্মপরিধি বিবেচনায় জনপ্রশাসনে সম্পৃক্ত সকলকে এ পদকের আওতাভুক্ত করার লক্ষ্যে বিদ্যমান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিবর্ধন করে পরিমার্জিতরূপে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা, ২০২২’ প্রণয়ন করা হয়েছে।

কোন কোন বিষয়ে আবদানের জন্য আবেদন করা যাবে? সুশাসন, সেবা প্রদান, উন্নত অনুশীলন প্রদর্শন, সমন্বয়, স্থানীয় ও আন্তর্জাতিক সম্পৃক্ততা সম্প্রসারণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং সুশাসন জোরদারকরণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প ব্যবস্থাপনা, ক্রয় ব্যবস্থাপনা, উন্নয়ন সহায়তা ব্যবস্থাপনা, সম্পদ সংগ্রহ ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, পল্লি উন্নয়ন, সমাজসেবা, সমবায়, স্বাস্থ্যসেবা, শিল্প সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, ক্রীড়াক্ষেত্রে অবদান, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী, শিশু ও প্রতিবন্ধী উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষার উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তির প্রয়োগ উৎপাদনশীলতা বৃদ্ধি, মুনাফা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিল্প উন্নয়ন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং সেবা খাতের সম্প্রসারণ ও মানোন্নয়ন পরিবেশ সংরক্ষণ, বাস্তুসংস্থান সংরক্ষণ ও দূষণরোধ।

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা ২০২৩ (সংশোধিত) / ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদ পুরস্কারসহ ক্রেস্ট ও সম্মাননা

অফলাইনে আবেদনের জন্য ফরম সংগ্রহ করুন: ডাউনলোড

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা, ২০২৩ (সংশোধিত) । ব্যক্তিগত অবদানের জন্য ২ লক্ষ টাকা পুরস্কার PDF Download

 পুরস্কার ২০২৩ । পদকের সংখ্যা ও প্রদেয় বিষয়াদি কি কি

  • (ক) একটি স্বর্ণপদক (২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের);
  • (খ) রাষ্ট্রীয় মনোগ্রাম-সংবলিত সম্মাননাপত্র ;
  • (গ) ব্যক্তিগত অবদানের জন্য ২,০০,০০০.০০ (দুই লক্ষ) টাকা (ক্রস চেকের মাধ্যমে প্রদেয়); দলগত অবদানের জন্য ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা (ক্রস চেকের মাধ্যমে প্রদেয়) দেওয়া হবে। দলগত অবদানের ক্ষেত্রে দলের সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে পাঁচ জন। দলের প্রত্যেক সদস্যকে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে এবং নগদ পুরস্কারের ৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) টাকা সদস্যগণের মধ্যে সমভাবে বণ্টন করা হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বর্ণপদক, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
  • (৩) বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকপ্রাপ্ত ব্যক্তিগণের ডোসিয়ারে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক অন্তর্ভুক্ত থাকবে।
  • (৪) সরকার নির্বাহী আদেশের মাধ্যমে পুরস্কারের অর্থের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করতে পারবে।

সরকারি কি পদক ফেরত নিতে পারবে?

হ্যাঁ সরকার পদ ফেরত নিতে পারে। রাষ্ট্রবিরোধী কার্যকলাপে/নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কোনো পদকপ্রাপ্ত কর্মকর্তা যদি এক বৎসর বা তার অধিক মেয়াদে চূড়ান্তভাবে কারাদণ্ডে দণ্ডিত হন, তবে সরকার কর্তৃক তাঁর পদক প্রত্যাহার করা যেতে পারে।

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা, ২০২৩ (সংশোধিত) এর প্রজ্ঞাপন: ডাউনলোড

জনপ্রশাসন পদক নীতিমালা ২০১৫: ডাউনলোড

সম্পূর্ণ জনপ্রশাসন পদক নীতিমালা ২০১৫(২০১৬ সালে সংশোধিত) : ডাউনলোড

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *