Pay Fixation Verification No. । অনলাইন থেকে ভেরিফিকেশন নং বের করার নিয়ম ২০২৩
সূচীপত্র
Pay Fixation after getting promotion – বেতন নির্ধারণ করতে পে ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর –How to get Pay Fixation verification Number?
ভেরিফিকেশন নম্বর – ভেরিফিকেশন নম্বর মনে পুলিশ ভেরিফিকেশন নয়। ২০১৫ সালে প্রথম ফিক্সেশন কপিতে হাতে লেখা ভেরিফিকেশন নম্বর যা হিসাবরক্ষণ কর্মকর্তা আপনার সমস্ত তথ্য যাচাই বাছাই করে অনলাইনে এন্ট্রি করেছেন।
প্রতিবছর অনলাইনে বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করতে হলে এই ভেরিফিকেশন নম্বর প্রয়োজন পড়ে। এছাড়াও অনলাইনে পে ফিক্সেশন এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চিকিৎসা সহায়তার আবেদন করতেও এই ভেরিফিকেশন নম্বর প্রয়োজন পড়ে আপনার সার্ভিস বুকে পে ফিক্সেশন কপিতে এই ভেরিফিকেশন নম্বর থাকে এবং আপনি বিগত বছরের বার্ষিক বেতন বৃদ্ধির কপি হতেও এই ভেরিফিকেশন নম্বর দেখে নিতে পারে। চাই ঘরে বসেই আপনি ভেরিফিকেশন নম্বর বের করে নিতে পারেন। আজ আমরা দেখবো ভেরিফিকেশন নম্বর হারিয়ে ফেললে বা ভুলে গেলে অনলাইন হতে কিভাবে বের করতে হয়।
An Increment sheet which can be found from payfixation.gov.bd and print out or find out from বার্ষিক বেতন বৃদ্ধি মেনু। আপনি বার্ষিক ইনক্রিমেন্টের কপিতেও আপনার ভেরিফিকেশন নম্বর পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি ভেরিফিকেশন নম্বর ভুলে গিয়ে থাকেন অথবা খুজে না পান তবে আপনি Payfixation.gov.bd তে গিয়ে Forget Verification মেন্যুতে গিয়ে বের করে নিতে পারেন।
How to retrieve verification number for payfixation / How to find out the pay fixation verification code
আপনার মোবাইল নম্বরে ম্যাসেজের মাধ্যমে জানতে পারবেন আপনার পে ফিক্সেশন ভেরিফিকেশন নম্বর
Caption: Finding verification Number from Pay fixation website / Pay Fixation>পরবর্তী>পরবর্তী>সিলেক্ট ইনক্রিমেন্ট অথবা উচ্চতর গ্রেড>হ্যাঁ>বেসামরিক>Forgot VerificationNo?>এনআইডি নম্বর লিখুন>ক্যাপচা পূরণ করে> Send verification Number>done
যেভাবে অনলাইন হতে ভেরিফিকেশন নম্বর বের করবেন
- Just Go to Payfixation.gov.bd
- Click Next
- Accept the terms and conditions by Tick
- Click Next
- Click Increment
- Click Yes
- Civilian
- Click Forgot VerificationNo?
- Type NID
- Enter Captcha
- Send Verification No
- Check your mobile you got your verification what you want.
- Now Input NID and your Verification from mobile phone
- Complete Captcha Entry
- Click Login
- Check Your mobile and input OTP from mobile Number
- Click OK
- You are done to get Increment sheet
এনআইডি দিয়ে ঘরে বসেই ভেরিফিকেশন নম্বর জানা যাবে?
হ্যাঁ –আপনি ঘরে বসে আপনার মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে আপনার পে ফিক্সেশনের ভেরিফিকেশন নম্বর জেনে নিতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে অনলাইন বেতন নির্ধারণী ওয়েবসাইটে যেতে হবে। বেশ কিছু ধাপ পার করে ইনক্রিমেন্ট এ যেতে হবে। অতপর Forgot VerificationNo? নম্বরে ক্লিক করে এনআইডি ব্যবহার করে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশন নম্বর জানতে পারেন।